আক্কেলপুর উপজেলা প্রতিনিধি : সারা বিশ্ব যখন করোনা মহামারী যখন সকল কার্যক্রম বন্ধ ঠিক তখন আক্কেলপুর উপজেলা প্রেসক্লাবের সংবাদকর্মীরা সব সময় সর্বদাই জীবনের মায়া ত্যাগ করে দেশ ও জাতির কল্যাণে শুধু মাত্র বলিষ্ঠ সত্য সংবাদের খোঁজে মাঠে ময়দানে কাজ করে চলেছে।
চলমান করোনাভাইরাস মহামারির মধ্যেও বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭ টায় প্রাচীন ঐতিহ্যবাহী আক্কেলপুর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে উপজেলা প্রেসক্লাবের সভাপতি শ্রী বিরেন চন্দ্র দাসের সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি মীর মোঃ আতিকুজ্জামানের সঞ্চালনায় প্রতি মাসের ন্যায় মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় উপস্থিতি বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন,উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বাবু উত্তম কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক নিরেন দাস, যুগ্ম-সাধারণ সম্পাদক আবু রায়হান, যুগ্ম-সাধারণ সম্পাদক চৈতন্য চ্যাটার্জী, অন্যতম সদস্য ইউছুব আলী, মোঃ জামাল উদ্দীন, সৈকত হোসেন সহ উপজেলা প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।
——
চৈতন্য চ্যাটার্জী
আক্কেলপুর-জয়পুরহাট।
Comment here