আজিজুর রহমান আজিজ : আজ রবিবার (১৫ নভেম্বর ) থেকে শুরু হলো ওমানের বহুল প্রত্যাশিত অউটপাশের অনলাইনের মাধ্যমে রেজিষ্ট্রেশন কার্যক্রম । দেশটিতে অবৈধ প্রবাসীদের জন্য টা দারুণ একটা সুযোগ। অবৈধ অভিবাসীরা যাতে নির্দ্বিধায় ওমান ত্যাগ করতে পারেন সেই জন্য এই উদ্যেগ নিয়েছে ওমান সরকার বলে জানাগেছে।
যেসব অবৈধ অভিবাসী দেশে চলে যাইতে চান তাদেরকে অনলাইনে নিবন্ধন করতে অনুরোধ জানিয়েছেন ওমান জনশক্তি মমন্ত্রনালয় ।
এর আগে গত ১০ নভেম্বর ওমান শ্রম মন্ত্রনালয় ঘোষণা দিয়েছিল ওমান প্রবাসীদের বহুল প্রত্যাশিত আউট পাশের বা সাধারণ ক্ষমার । ঘোষণা অনুযায়ী যেসব প্রবাসী ওমান ত্যাগ করতে চায় ।
তারা আজ (১৫ নভেম্বর ) আগামী ৩১ ডিসেম্বর মধ্যে ওমান ত্যাগ করলে কোনো ধরনের জরিমানা দিতে হবে না নিয়োগকর্তা বা প্রবাসীকর্মী দুই পক্ষ জরিমানা থেকে অব্যাহতি পাবে ।
Comment here