সোহেল রানা,শার্শা (যশোর) প্রতিনিধি : যশোরের শার্শায় ১১ কেজি ৫শ’ গ্রাম ভারতীয় রুপাসহ আলী হোসেন (৩৫) নামে এক পাচারকারীকে আটক করেছে পুলিশ।
রবিবার (৮ নভেম্বর) সকালে বাগআঁচড়া জিবলীতলা এলাকা থেকে তাকে আটক করা হয়।আটক আলী হোসেন সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার জাফরপুর তুলশীডাঙ্গা গ্রামের আব্দুল খালেকের ছেলে।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভারত থেকে চোরাই পথে রুপার একটি চালান বাগআঁচড়া জিবলীতলা এলাকায় অবস্থান করছে।
এমন সংবাদে সেখানে পাঁকা রাস্তার উপর অভিযান চালিয়ে ১১ কেজি ৫শ’ গ্রাম ভরতীয় রুপাসহ আলী হোসেনকে আটক করা হয়।এ ঘটনায় আটকৃতর বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।
Comment here