ভেড়ামারা প্রতিনিধি : সকাল ১০টার সময় ভেড়ামারা উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর উদ্যোগে ফ্রান্সে প্রকাশ্যে রাষ্ট্রীয়ভাবে মহানবী হযরত মুহাম্মদ (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর ব্যঙ্গ চিত্র কার্টুন প্রদর্শণীর বিরুদ্ধে ভেড়ামারা প্রেসক্লাবের সামনে থেকে শহরের প্রধান প্রধান সড়ক গুলোতে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।এতে বক্তব্য আহলে সুন্নাত ওয়াল জামায়াতের বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ ।
উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি সময়ে ফ্রান্সে হযরত মুহাম্মদ (সাঃ)কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ, ইসলাম ধর্মের প্রতি চরম অবমাননা এবং মুসলমানদের হৃদয়ে ছুরিকাঘাতের শামিল। এর মাধ্যমে মূলত বিশ্বব্যাপী ধর্মীয় সহিংসতা ও উগ্রবাদকে উসকে দেয়ার চেষ্টা করা হচ্ছে। এই ব্যঙ্গচিত্র প্রদর্শনে মহানবী (সাঃ) কে অবমাননার তীব্রনিন্দা জানান ও অবিলম্বে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে বিশ্ব মুসলিমের কাছে ক্ষমা চাইতে হবে বলে হুশিয়ারী দেন। আর যদি ক্ষমা না চান তাহলে সরকারের প্রতি আহবান জানাবো যাতে করে অনতিবিলম্বে ফ্রান্স কর্তক আমদানিকৃত সকল প্রকার পণ্য বয়কোট, কুটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করা সহ ফ্রান্সের দূতাবাস বন্ধ করে দেওয়ার জন্য।উল্লেখ্য সম্প্রতি ফ্রান্সের একটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্দেশে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)-এর কার্টুন প্রদর্শনের কারণে দেশটির এক শিক্ষককে চেচেন বংশোদ্ভূত এক কিশোর কে গলা গেটে হত্যা করে। ওই ঘটনাকে কেন্দ্র করে দেশটিতে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে।
Comment here