দিগন্তর ডেস্ক :রাজধানীর বনানী সৈনিক ক্লাব এলাকার রেললাইনে ট্রেনে কাটা পড়ে অজিত চৌধুরী (৬০) ও তার স্ত্রী মনীষা চৌধুরীর (৫০) মৃত্যু হয়েছে।
নিহতদের বাড়ি চট্টগ্রাম জেলায়। বর্তমানে নিহত দম্পতি বাসাবো মায়াকানন এলাকায় বসবাস করতেন।
শুক্রবার বিমানবন্দও রেল-স্টেশন এর পুলিশ ফাঁড়ির এএসআই মো. মহিউদ্দিন জানান, বৃহস্পতিবার রাত ৭টার দিকে বনানী সৈনিক ক্লাব এলাকার রেললাইনে কমলাপুর থেকে ছেড়ে যাওয়া ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়। পরে রাতে তাদের একমাত্র ছেলে অংকুর চৌধুরী তার পিতা-মাতার লাশ শনাক্ত করেন।
তিনি আরো বলেন, ঘটনাস্থল থেকে লোকজনের কাছে আমরা জানতে পেরেছি ঘটনার আগে ওই দম্পতির রেললাইনে বসে ছিল। এখন এটি আত্মহত্যা কিনা এখনো জানা যায়নি। লাশ দুটি ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Comment here