মোঃ মেহেদী হাসান জ্যাকি
ভেড়ামারা প্রতিনিধি : জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ৪৮ তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে আজ বিকেলে ভেড়ামারা উপজেলা জাসদের উদ্দ্যোগে দলীয় কার্যালয়ের সামনে থেকে এক বিশাল মিছিল শহরে প্রদক্ষিন শেষে স্থানীয় বাসষ্টান্ডে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক ও ভেড়ামারা উপজেলাবাসীর প্রিয়মুখ জননেতা আলহাজ্ব আব্দুল আলীম স্বপন। তিনি বলেন,
জাসদ এতো ঠুনকো দল নয় যে অনুপ্রবেশকারী ও হাইব্রীডদের কারো এক ফূৎকারে উড়ে যাবে।
উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আনছার আলী এবং জাসদ ও যুবজোট নেতৃবৃন্দ।
Comment here