আজিজুর রহমান আজিজ দুবাই থেকে : মালয়েশিয়ায় ইমিগ্রেশন পুলিশের অভিযানে ৩১ বাংলাদেশি শ্রমিকসহ প্রায় ৪০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে। এর মধ্যে একজন বাংলাদেশী আটক হওয়ার পর ছাড়া পেতে ঘুষ দেওয়ার প্রস্তাব দেওয়ার কারণে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেশটির দূর্নীতি দমন কমিশনের হাতে তুলে দেয় পুলিশ প্রশাসন।
গতকাল সোমবার স্থানীয় সময় পৌনে ১২ টায় কেমামান কিজাল এলাকার একটি হাসপাতালের নির্মান প্রকল্প থেকে তাদেরকে অবৈধভাবে কাজ করার সময় আটক করা হয়েছে।
মঙ্গলবার ইমিগ্রেশন বিভাগ (জে আইএম) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
বিবৃতিতে বলা হয়েছে আটককৃত ৪০ অভিবাসীর মধ্যে ৩১ জন বাংলাদেশি। আটককৃতদের বিরুদ্ধে দেশটির অভিবাসী মামলা হয়েছে।
অভিযানে আটক কাগজপত্রহীন অবৈধ এক বাংলাদেশি নির্মান শ্রমিক নিজেকে ছাড়াতে সংশ্লিষ্ট ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তাকে এক হাজার রিংগিত ঘুষ প্রস্তাব করেন। এরপর তাকে গ্রেফতার করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য দেশটির দুর্নীতি দমন কমিশনের হাতে হহস্তান্তর করা হয়েছে ।
Comment here