বাউফল(পটুয়াখালী)প্রতিনিধিঃ ফ্রান্সে হযরত মুহাম্মদ (স:) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে পটুয়াখালীর বাউফলে ইসলামী তরুন সমাজ সংগঠনের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার সময় উপজেলা গেট সংলগ্ন বাউফল-কালাইয়া রোডে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধন শেষে হাফেজ মোঃ ওমর ফারুক তাউহিদ এর সভাপতিত্বে হযরত মুহাম্মদ (স:) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম মাওঃ মোঃ রহমদউল্লাহ, হাজী বাড়ি জামে মসজিদের পেশ ইমাম মাওঃ মোঃ জসিম উদ্দিন,মাওঃ মোঃ আইয়ুব বিন মুছা ও মোঃ আলামীন প্রমুখ।
বক্তরা ফ্রান্সে হযরত মুহাম্মদ (স:) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে নিন্দা জানান এবং সকল ধর্মপ্রান মুসলমানদের এক হয়ে প্রতিবাদের আহবান জানান।
Comment here