শ্রীমঙ্গল প্রতিনিধি
সৈয়দ আমিনুল ইসলাম : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শারদীয় দূর্গা পুজা সামনে রেখে আজ বুধবার (২১অক্টোবর) দুপুরে শ্রীমঙ্গল থানা পুলিশের উদ্যোগে শহরের বিভিন্ন সড়কে মোটর সাইকেল মহরা অনুষ্ঠিত হয়েছে।
স্বাস্থ্যবিধি মেনে শারদীয় দুর্গোৎসব শুরু হতে যাচ্ছে। প্রতিটি মণ্ডপে বইতে চলছে উৎসবের আমেজ।সনাতনধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব উদযাপনের লক্ষ্যে পূজা কমিটিগুলো প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে।পুলিশ প্রশাসনও স্বাস্থ্যবিধি বজায় রেখে পূজা অনুষ্ঠানের সব ধরনের উদ্যোগ ইতিমধ্যে নিয়েছে।
শ্রীমঙ্গল থানা সূত্রে জানা যায়, ২২ অক্টোবর শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা।
এবার উপজেলার মোট ১৬৬টি পূজামণ্ডপে পুজা অনুষ্ঠিত হবে।এ বছর করোনা মুক্তির প্রার্থনা জানিয়ে স্বাস্থ্যবিধি মেনে দূর্গা পূজা অনুষ্ঠানের সব প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানান সনাতন ধর্মালম্বীরা।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক জানান, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পূজা আয়োজনে সরকারি নির্দেশনাগুলো মেনে চলার ব্যাপারে আমরা সতর্ক থাকব।
দর্শকরা যাতে স্বাস্থ্যবিধি মেনে চলে সেজন্য সবার কাছে আহ্বান জানানো হয়েছে। যেকোন জাগায় কোন ধরনের সমস্যাা হলে সরাসরি শ্রীমঙ্গল থানার সরকারি নাম্বারে যোগাযোগ করার জন্য জানানো হয়েছে।
Comment here