কুমিল্লা প্রতিনিধি এ.কে পলাশ : কুমিল্লা সদর দক্ষিণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি বিশ্বরোড এলাকায় র্যাব-১১, সিপিসি-২ এর অভিযান চালিয়ে ১৭৭০ পিছ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
শুক্রবার (১৬ অক্টোবর ) দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি বিশ্বরোড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত আসামি মো: রুহেল মিয়া (২২) সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার হাবিবপুর গ্রামের মো: মোকলেছ মিয়ার ছেলে ।

র্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল শুক্রবার দিবাগত রাতে কুমিল্লা সদর দক্ষিণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি বিশ্বরোড এলাকায় অভিযান চালিয়ে ১৭৭০ পিছ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা র্যাব-১১ সিপিসি-২ এর অধিনায়ক তালুকদার নাজমুস সাকিব জানান জানান, আসামি রুহেল মিয়া দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। আটককৃত আসামির বিরুদ্ধে শনিবার দুপুরে কুমিল্লার সদর দক্ষিণ থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
0Shares
Comment here