দুবাই ব্যুরো : সংযুক্ত আরব আমিরাতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৯৭ জন বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে ।
জানাযায় ১২ অক্টোবর পর্যন্ত ২৫৮ দিন অতিবাহিত করছে দেশটি । করোনার প্রর্দুভাব ঠেকাতে প্রথম থেকেই দেশটি অত্যন্ত সজাগ দৃষ্টি রেখেছিল দেশটির স্বাস্থ্য মন্ত্রনালয় । বিশেষ করে মৃত্যুর হাড় কমাতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করে আসছে । নাগরিকদের জীবন যাত্র, নানামুখী সচেতনতার পরেও আমিরাতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশটির স্থানীয় নাগরিক ও বিভিন্ন দেশের প্রবাসী সহ ৪৪৩ জন মৃত্যুবরণ করেছেন । এরই মধ্যে বাংলাদেশি নাগরিক ১৯৭ জন
চলতি বছরের ২৯ জানুয়ারি দেশটিতে প্রথম করোনা রোগী পাওয়া যায় ২০ মার্চ প্রথম দুই জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী মারা যায় এর পর ২৬ মার্চ দুবাইয়ে চিকিৎসাধীন অবস্থায় প্রথম বাংলাদেশি মাড়া যান ।
শারজার প্রিমিয়ার মেডিক্যাল সেন্টারের ডাক্তার ইলমি রহমান জানান বাংলাদেশিরা চিকিৎসা নিত আগ্রহ নয় এটি একটি মুল কারণ মৃত্যুর আমিরাত সরকার বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত ষত্ব সহকারে সেবা প্রধান করছে । তা – সত্বেও বাংলাদেশিরা চিকিৎসা নিতে অবহেলা করে । এছাড়া ডায়াবেটিস সহ নানান জটিলতা আক্রান্ত রোগীদের করোনায় অনেক ঘায়েল করে। দুর্শ্চিন্তা এবং অনিয়ন্ত্রিক খাদ্যভাসে তাদের মৃত্যুর ঝুঁকিতে থাকেন ।
এদিকে করোনায় আক্রান্ত মৃত্যু প্রবাসীদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য মৃত্যু সনদের পাশাপাশি দূতাবাসের এনওসি সনদ প্রধান করছে স্ব স্ব পরিবারের কাছে । ইস্যুকৃত এই সনদ দেখিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তিন লাখ টাকা করে আর্থিক সহায়তা পাবেন বলে জানান দূতাবাসের এক কর্মকর্তা
Comment here