বরগুনা প্রতিনিধিঃ করোনাভাইরাসের প্রকোপের মধ্যে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় কাকচিড়া বাজারে বাণিজ্যিক এলাকার লিটন ইলেক্ট্রনিক্সে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
শুক্রবার (০৯ অক্টোবর) সকালে লিটন ইলেক্ট্রনিক্স এর মালিক মোঃ লিটন প্রতিদিনের ন্যায় দোকানে এসে দেখতে পান টিনের চালা কাটা এবং ফ্লাইবোর্ড ভাঙ্গা। এ সময় ভেতরে গিয়ে তিনি দেখেন দোকানের অপ্পো, শাওমি, ভিবো, নকিয়া, হুয়াওয়ের ৬টি ব্যান্ডের (৩) প্রায় তিন লক্ষ টাকার মোবাইল এবং ক্যাশের তালা ভেঙে নগদ প্রায় (৪) চার লক্ষ ৫০ হাজার টাকা সহ প্রয়োজনীয় কিছু কাগজপত্র কে বা কাহারা চুরি করে নিয়ে যায়। উল্লেখ্য উক্ত বাজারে তিন থেকে চারজন নৈশ প্রহরী থাকা সত্বেও তাদের কার্যক্রম খুবই দুর্বল বলে বাজারের অন্যান্য ব্যবসায়ীগণ অভিযোগ করেন। এ ব্যাপারে পাথরঘাটা থানায় লিটন অভিযোগ করলে পাথরঘাটা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানাগেছে।
Comment here