আক্কেলপুর প্রতিনিধিঃ জয়পুরহাটের আক্কেলপুরে লাইসেন্সবিহীন পেট্রল পাম্প বসিয়ে মেশিনের সাহায্যে দাহ্য পদার্থ বিক্রির অপরাধে নাজমুল হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে মোবাইল কোর্ট।
বুধবার ৭ অক্টোবর বিকেলে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের কড়ইতলি মোড়ে লাইসেন্সবিহীন নাজমুলের দোকানে পেট্রোল,ডিজেল বিক্রির অপরাধে জরিমানা আদায় করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান।
অপরদিকে উপজেলার সোনামুখি এলাকার রাস্তার মোড়ে মুদিখানার দোকানে বোতলে ভরে পেট্রোল বিক্রির অপরাধে রুবেল হোসেন ও প্রভাস চন্দকে ৫০০ টাকা করে জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান বলেন এভাবে লাইসেন্সবিহীন অবস্থায় ও খোলা জায়গায় পেট্রোল, ডিজেলের মতো দাহ্য পদার্থ বিক্রি করার ফলে যে কোনো সময় মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। নিরাপদ উপজেলা গড়তে এমন অভিযান নিয়মিত পরিচালনা করা হবে তিনি জানান।
Comment here