যশোর থেকে সাদ্দাম মির্জা: যশোর শার্শায় কাজের মেয়েকে ধর্ষণের অভিযোগে মোঃ আবির হোসেন (২৬) নামে এক ধর্ষককে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৬ই অক্টোবর) সন্ধ্যা ৭ টাই তাকে আটক করা হয়। আটক আবির হোসেন শার্শা সদর ইউনিয়নের নাভারণ সাতক্ষীরা মোড়ে অবস্থিত মৌলী এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী হাজী এনামুলের ছেলে।
শার্শা থানা অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম খাঁন বলেন, আজ বিকালে গৃহ পরিচারিকা মেয়েটি থানায় ধর্ষণের একটি মামলা করে। পরে এ বিষয়ে খোঁজ নিয়ে সন্ধ্যায় তাকে আটক করা হয়। এ ব্যাপারে শার্শা থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে। ভিকটিমের আলামত পরীক্ষার জন্য বুধবার সকালে যশোর হাসপাতালে পাঠানো হবে।
দেশজুড়ে আশঙ্কাজনকভাবে বাড়ছে নারী নির্যাতন, ধর্ষণ ও সহিংসতা। এই সহিংসতা, নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছে সর্বস্তরের মানুষ। তথ্য অনুসন্ধানে দেখা যায় চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে দেশে ধর্ষণের শিকার হয়েছেন ৯৭৫ জন নারী। এরমধ্যে ধর্ষণের পর হত্যার শিকার হয়েছেন ৪৩ জন এবং আত্মহত্যা করেছেন ১২ নারী।
Comment here