আজিজুর রহমান আজিজ দুবাই থেকে : আবুধাবীতে ১১৫ দিন আইসিইউতে করোনার সাথে লড়াই করে সুস্ত হয়ে বাসায় ফিরলেন বাংলাদেশি প্রবাসী ইসমাইল । ৫৫ বছর বয়সী বাংলাদেশি প্রবাসী সংযুক্ত আরব আমিরাতে দীর্ঘদিন করোনার সাথে লড়াই করা রোগীদের মধ্যে এক জন।
আবুধাবী লাইফ কেয়ার হাসপাতালে নেফ্র্রোলজিস্টি ডা: আবেদ পিল্লাই বলেন ইসমাইল ডায়াবেটিকস এবং হাইপারটেনসিভ রোগে ভুগছিলেন যার ফলে তিনি করোনায় আক্রান্ত হলে তার কিডনিতে জটিলতা দেখা দেয় ।
এই ধরনের রোগীদের ক্ষেত্রে ৭৫% থেকে ৯০% মৃত্যুর সন্বাবনা থাকে । তাই আজ তাকে হাটতে দেখতে পেরে আমরা আনন্দিত এবং আমরা আশা করি সময়ের সাথে সাথে তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবন
প্রকৃতপক্ষে করোনার সাথে যুদ্ধে ইসমাইল জয় হেয়েছে এবং তার ২০ বছর বয়সী ছেলে অভিরাম সহযোগী আবু বকর সিদ্দিকের জন্য।
সিদ্দিক জানায় তার বাবা প্রায় এক সপ্তাহের বেশী সময় ধরে খুব বেশী দুর্বল বোধ করছিলেন এবং তার কুদা পাচ্ছিলনা হঠাৎ তার শ্বাস প্রশ্বাসের তীব্র সমস্যা শুরু হয় । আমি বাবাকে হাসপাতালে নিযে যাই। (সুত্র গালফ নিউজ)।
Comment here