আফজাল আহমেদ || কারওয়ান বাজারে হোটেল সোনারগাঁওয়ে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের কার্যালয়ে বৃহস্পতিবার (১ অক্টোবর) মোট ৪০০ জনকে টিকিট দেওয়া হবে। মূলত যারা রিটার্ন টিকিট করে দেশে এসে করোনা মহামারির কারণে আটকা পড়েছেন তারাই এ টিকিট পাচ্ছেন।
জানা যায়, এ-১ থেকে এ-২০০ ও বি-১ থেকে বি-২০০ এই ৪০০ প্রবাসী যাত্রী সৌদি ফিরে যাওয়ার জন্য বৃহস্পতিবার টিকিট পাবেন। এজন্য টোকেনধারীরা সকাল থেকে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। সকাল সাড়ে ৯টা থেকে টিকিট দেওয়া শুরু হয়েছে।
এদিকে গত এক সপ্তাহ ধরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এয়ারলাইন্সের কার্যালয়ে ভিড় করছেন টোকেন ও টিকিট প্রত্যাশীরা।
তাদের দাবি, করোনা পরিস্থিতিতে আমরা দেশে এসে আটকা পড়েছি। এখন বিদেশে যাওয়ার টিকিট পাচ্ছি না। আবার ওখানে গিয়ে থাকার নিশ্চয়তা নেই। সবমিলিয়ে খুব খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছি আমরা।
তবে আগামী ৪ অক্টোবর পরবর্তী টোকেন বিতরণ করা হবে বলে জানিয়েছে এয়ারলাইন্স কর্মকর্তারা
Comment here