মৌলভীবাজার জেলা ভ্রাম্যমাণ প্রতিনিধি:
৩০ সেপ্টেম্বর বুধবার বিকাল ৪ টায় ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন শ্রীমঙ্গল শাখার উদ্যোগে আল্লামা আহমদ শফী রহঃ এর রুহের মাগফিরাত ও আল্লামা খলিলুর রহমান পীরসাহেব বর্ণভী হাফিজাহুল্লাহ এর রোগমুক্তি কামনায় নগরীর একটি রেস্টুরেন্টে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শ্রীমঙ্গল শাখার সভাপতি মাওলানা এম এ রহীম নোমানীর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা জুনাইদ আহমদ জুনেদ এর সঞ্চালনায় দোয়া এ মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঐতিহ্যবাহী বরুণা মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা শামছুল হক বিরহামাবাদী, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব এ এস এম ইয়াহইয়া, আলহাজ্ব মাওঃ আয়েত আলী, শ্রীমঙ্গল পৌরসভার প্যানেল মেয়র মীর এম এ সালাম,সোস্যাল ইসলামী ব্যাংক শ্রীমঙ্গল শাখার পরিচালক মুনিরুল ইসলাম, কাজী মাওঃ শিহাব উদ্দিন, প্রিন্সিপাল মাওঃ আহমদ সোহাইল, হাফেজ মাওঃ শামছুল হক ইবনে সিরাজ, মাওলানা আহমদ জুবায়ের জুয়েল, মাওঃ শাহিদুর রহমান, মাওঃ আজিজুর রহমান,ডাক্তার মনসুর হাসান,সাংবাদিক আনিসুল ইসলাম আশরাফী ও সাংবাদিক আব্দুর রব, শায়খুল ইসলাম সৈরভ (শায়খুলের ঘড়ি), শাহ মোঃ লিয়াকত আলী ও আজিজুর রহমান ফটিক প্রমুখ।
ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন শ্রীমঙ্গল এর নেতৃবৃন্দের মধ্যে এসময় উপস্থিত ছিলেন
সাংবাদিক জালাল উদ্দিন, মাওঃ নাঈমুল ইসলাম হেলাল, মাওঃ নাজমুল হাসান,মোঃ হারুন মিয়া ও মাওঃ আব্দুল হামিদ মহসিন প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে অতিথিবৃন্দ আল্লামা আহমদ শফী রহঃ এর বর্নাঢ্য জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং আল্লামা খলিলুর রহমান হামিদী বর্নভী এর রোগমুক্তি কামনা করেন।
সভাপতির বক্তব্যে মাওলানা এম এ রহীম নোমানী উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানান এবং ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন শ্রীমঙ্গলের সকল কর্মকান্ডে সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন বরুণা মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা শামছুল হক বিরহামাবাদী।
Comment here