যশোর থেকে সাদ্দাম মির্জাঃ যশোরের শার্শা বাগআঁচড়া তেতুলতলা এলাকা থেকে আজ বুধবার বিকেলে ১৫০ বোতল ফেন্সিডিল ও ০১টি ইজি বাইকসহ মোঃ লিটন হোসেন (২৫) ও মোঃ তরিকুল ইসলাম (২৪) নামে দুই জনকে বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ আটক করেছে। লিটন হোসেন বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামের আব্দুল মালেকের এবং তরিকুল ইসলাম একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
আটকের ব্যাপারে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, তরিকুল ও লিটন ইজিবাইকের ভিতরে ফেন্সিডিল সাজিয়ে যাত্রী বেশে নিয়ে যাচ্ছে, এমন গোপন খবর পেয়ে ইজি বাইকটি বাগআঁচড়ায় আসার পথে তেতুল তলা এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী সিটের নিচে লুকিয়ে রাখা অবস্থায় ১৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।
তিনি আরো জানান তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার সকালে যশোর জেলা কারাগারে পাঠানো হবে।
Comment here