আফজাল আহমেদ || রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদ রেলক্রসিং এলাকা থেকে অজ্ঞাতপরিচয় (৭০) এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটার দিকে খবর পেয়ে ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে পুলিশ। পরে কর্তব্যরত চিকিৎসক বেলা ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এস আই) মো.শাহিন জানান, সায়েদাবাদের রেলক্রসিংয়ের পাশ থেকে ওই নারীকে উদ্ধার করে ঢামেকে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
তিনি আরও জানান, নিহত নারীর নাম-পরিচয় জানা যায়নি। তার পরনে ছিল ময়লা সালোয়ার কামিজ। বিস্তারিত জানার চেষ্টা চলছে।
Comment here