কুমিল্লা প্রতিনিধি এ.কে পলাশ :নকুমিল্লা সদর আলেখারচর এলাকায় র্যাব-১১, সিপিসি- ২ এর একটি আভিধানিক দল অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এসময় তার কাছ থেকে ৪৭৫৫ পিছ ইয়াবা উদ্ধার করে র্যাব-১১, সিপিসি- ২ এর সদস্যরা।রবিবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে কুমিল্লা সদর উপজেলার আলেখারচর মোড় থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আসামি মোহাম্মদ ইসমাইল (৫৩) চট্টগ্রাম জেলার লোহাগড়া থানার আমতলা গ্রামের মৃত. আব্দুস সাত্তার এর ছেলে।
র্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল কুমিল্লার সদর উপজেলার আলেখারচর এলাকায় অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করে। এসময় তার কাছ থেকে ৪৭৫৫ পিছ ইয়াবা উদ্ধার করে র্যাব সদস্যরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
Comment here