আফজাল আহমেদ || বৃহত্তর নোয়াখালী গার্মেন্টস এক্সেসরিজ ব্যাবসায়ী সমিতির নির্বাচনে পরিচালক পদে মোহাম্মদ ইব্রাহিম সকলের দোয়া চেয়েছেন।
আগামী ২৬ তারিখ শনিবার রাজধানীর সদরঘাট এলাকায় বৃহত্তর নোয়াখালী গার্মেন্টস এক্সেসরিজ ব্যাবসায়ী সমবায় সমিতি লিঃ এর কার্যকরী পরিষদের নির্বাচনে পরিচালক পদে তিনি বই প্রতীক নিয়ে নির্বাচন করতে যাচ্ছেন বলে জানাগেছে।
কার্যকরী পরিষদ নির্বাচন (২০২০-২০২৩) কে ঘিরে সদরঘাট এলাকায় এই মূহুর্তে চলছে ব্যাপক প্রচার প্রচারণা। অংশগ্রহনমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মধ্যে দিয়ে একটি যোগ্যতম কার্যকরী পরিষদ গঠিত হবে বলে জানিয়েছেন মোহাম্মদ ইব্রাহিম। তিনি আশাবাদ ব্যাক্ত করেছেন নির্বাচিত হলে এই সমিতিকে তিনি উত্তরণে প্রতিষ্ঠা লগ্ন থেকে যে ভাবে পাশে ছিলেন তেমনি ভবিষ্যতেও পাশে থেকে সততার সাথে দায়ীত্ব পালন করে যাবেন।
তিনি বলেন সমিতির সকল সদস্যদের স্বার্থ রক্ষা ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে কার্যকরী পরিষদের এ নির্বাচনে পূনরায় সন্মানিত ভোটারগন আমাকে পরিচালক পদে ভোট দিবেন এবং তিনি সকলের দোয়া কামনা করে তার প্রতিক বই মার্কায় একটি ভোট প্রার্থনা করেন।
Comment here