আফজাল আহমেদ || রাজধানীর গুলশানে একটি স্পা সেন্টারে অভিযান চালিয়ে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ১২ জন পুরুষ ও ১৬ জন নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে গুলশান-২ এর ১০৫ নম্বর রোডের অ্যাপেল থাই স্পা সেন্টারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্ত্তী জানান, স্পা সেন্টারটিতে দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন বয়সী নারীদের একত্রিত করে দেহ ব্যবসা পরিচালনা, যৌন নিপীড়নমূলক কাজ চলে আসছিল। এমন অভিযোগে রাত সাড়ে আটটার দিকে সেখানে অভিযান চালানো হয়। আটক করা হয় ১২ নারী ও ১৬ জন পুরুষকে।
গুলশান থানা পুলিশ জানায়, অভিযানে স্পার নামে এই সেন্টারকে অসামাজিক কাজে ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। আটকৃতদের বিরুদ্ধে মানব পাচার প্রতিরােধ ও দমন আইনে মামলা করেছেন গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মাে. ওলিয়ার রহমান।
Comment here