যশোর থেকে সাদ্দাম মির্জা || যশোরের শার্শায় পরিত্যক্ত অবস্থায় ১৬০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও একটি এ্যাপাচি মটর সাইকেল উদ্ধার করেছে পুলিশ। তবে এসময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি পুলিশ।
আজ রবিবার (২০ সেপ্টেম্বর) ভোরে শার্শার বাগআঁচড়া এলাকা থেকে এ চালানটি উদ্ধার করে বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ।
বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, গোপন খবরের ভিত্তিতে উপজেলার টেংরা-বালুন্ডা সড়কের টেংরা চৌরাস্তার কাছে একটি মটর সাইকেল বেরিকেড দিলে চালকসহ দুই জন গাড়ী ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ পাঁকা রাস্তার ওপর থেকে ১৬০ বোতল ফেন্সিডিল, আসামীদের ফেলে যাওয়া ব্লু কালারের একটি এ্যপাাচি মটর সাইকেল ও একটি মোবাইল ফোন ও উদ্ধার করে।
পালাতোক আসামীদের গ্রেফতারের চেষ্টা ও মামলার প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।
Comment here