বাউফল(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফল পৌর শহরে যৌথ অভিযানে প্রায় ৯ লাখ টাকার ৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে যৌথ বাহিনী। এ সময় মদনপুরা ইউপির অধির দেবনাথ এর পুত্র অনিল দেবনাথ (২৫) কে আটক করা হয়।
জানাগেছে, বুধবার রাত ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে বাউফল পৌর শহরের তিনটি স্থানে অভিযান চালায় যৌথ বাহিনী। এসময় নাজিরপুর এলাকার সুলতান আহম্মেদের ঘর থেকে ২ হাজার ২শত কেজি, দাশপাড়া ইউপির ব্রিকফ্লিড এলাকার মিনহাজ উদ্দিন এর বাসা থেকে ২ হাজার কেজি ও থানা ব্রিজ সংলগ্ন জয়নাল সিকদারের বাসা থেকে ৩শত ৪৫ কেজি পলিথিন জব্দ করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন আটক অনিল দাসকে ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে পটুয়াখালী জেল হাজতে প্রেরণ করেন। আটক অনিল দেবনাথ দাবী করেন, কালিশুরী ইউপির আবদুল হোসেন এ পলিথিনের মালিক। সে ম্যানেজার হিসাবে কাজ করছেন। ইউএনও জাকির হোসেনের উপস্থিতিতে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ কামাল মেহেদি ও র্যাব ৮ এর সহকারি পরিচালক রবিউল ইসলাম অভিযানে অংশগ্রহন করেন ।
মুজিবুর রহমান
বাউফল পটুয়াখালী প্রতিনিধি
Comment here