এস এম হোসেন রানা, ইসলামপুর প্রতিনিধি : জামালপুর ইসলামপুর উপজেলার চরগোয়ালিনী ইউপিতে পুকুরের পানিতে ডুবে একই পরিবারে চাচাতো ভাই বোন দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এলাকায় শোকের মাতাম চলছে।
উপজেলার চরগোয়ালীনি ইউপি বালিয়ামারি টাটকে পাড়া গ্রামে পুকুরে পড়ে একই পরিবারের চাচাতো ভাই বোন দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে এ ঘঠনা ঘটে। ওই এলাকায় বাড়ির সাথে থাকা পুকুর থেকে স্থানীয়দের সহায়তায় দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হচ্ছে, উপজেলার বালিয়ামারি টাটকে পাড়া গ্রামের মোহাম্মদের কন্যা মারিয়া (৫) এবং কবিরের এর ছেলে আকবর (৬) পুকুরের পনিতে ডুবে মারা যায়। জানা গেছে, মঙ্গলবার দুপুরে ভাত খাওয়ার পরে দুই শিশুকে অনেক খোজাখুজি করে পাওয়া যায়নি। পুকুরে দুই শিশুর লাশ ভাসতে দেখে স্থানীয়ারা তাদের মৃত অবস্থায় উদ্ধার করেন। তবে পুকুরে তারা কখন আসল, কিভাবে পানিতে পড়লো পরিবার এ বিষয়ে কেউ কিছু বলতে পারছেন না। এ ঘটনায় ডিগ্রীরচর তদন্ত কেন্দ্রের এস আই ইলিয়াস পরিদর্শন করে ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।
Comment here