এস এম হোসেন রানা ইসলামপুর প্রতিনিধি: জামালপুরে ইসলামপুর উপজেলায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) মোঃ রোকুনুজ্জামান খান এর সাথে ইসলামপুর প্রেস মিডিয়া সাংবাদিক ক্লাবের সকল সদস্যগণ আজ ১০ ই সেপ্টেম্বর (বৃহস্পতিবার) তার নিজ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় সাংবাদিকরা, সহকারী কমিশনার (ভূমি) কে পুষ্পমাল্য প্রদান করে স্বাগত জানান।
এসময় উপস্থিত ছিলেন, ইসলামপুর প্রেস মিডিয়া সাংবাদিক ক্লাবের সভাপতি অধ্যক্ষ আব্দুল নাছের চৌধুরী চার্লেস, সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ কোরবান আলী, সহ-সভাপতি রুহুল আমিন হারুন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হোসেন আলী শাহ্ ফকির, সাংগঠনিক সম্পাদক এস এম হোসেন রানা, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রঞ্জু প্রমুখ।
এসময় সহকারী কমিশনার (ভূমি) সাংবাদিক নেতাদের বলেন, জমি সংক্রান্ত ও সার্বিক বিষয়ে সকলের সহযোগীতা কামনা করি।
এ সংক্রান্ত বিষয়ে আপনাদের মাধ্যমে যেন সেবামূলক কাজগুলো জনগণের দোরগোড়ায় পৌছাতে পারি। তিনি বলেন ভূমি সংক্রান্ত বিষয়গুলো সকলের জানা অতিব জরুরী।
উক্ত সময়ে ইসলামপুর প্রেস মিডিয়া সাংবাদিক ক্লাবের সভাপতি সহকারী কমিশনার (ভূমি) কে সকল প্রকার প্রয়োজনীয় সহযোগীতা প্রদানে ক্লাবের সংশ্লিষ্ট সকলকে আহবান জানান।
Comment here