আজিজুর রহৃমান আজিজ দুবাই থেকে : দুবাই বিত্তিক এয়ারলাইন্স এমিরেটস ও ফ্লাই তাদের ব্যবসার কৌশলগত কারণে পার্টনারশিপ আবার পূণরায় চালু করতে যাচ্ছে।
এর ফলে উভয় এয়ারলাইন্সের যাত্রীরা দুবাই হয়ে বিশ্বের ১০০ টির অধীক শহরে ঝামেলা মুক্ত ভ্রমণ সুবিধা পাবেন। বুধবার (০২ সেপ্টেম্বর ) দুইটা এয়ারলাইন্স কতৃপক্ষ যৌথ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে একই টিকেটের কোড শেয়ারে ফ্লাইটে এমিরেটসের যাত্রীরা ফ্লাই দুবাইর ৩০ টি এবং ফ্লাই দুবাইয়ের যাত্রীরা এমিরেটসের ৭০ টি গন্তব্যে ভ্রমণের সুবিধা পাবেন । তাদের এই পার্টনারশিপ ২০১৭ সাল থেকে শুরু হলেও করোনা মহামারির কারণে বেশ কিছুদিন অকার্যকর হয়ে পড়ে।
Comment here