আকতার হোসেন খান | আজ শনিবার (২৯ আগষ্ট) রাজধানীর বনানী প্রেসিডেন্ট পার্কে হুসেইন মুহম্মদ এরশাদের উপর সৃতিচারণ ও এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বাংলাদেশ ন্যাশনাল এ্যালায়েন্সের (বিএনএ)’র আয়োজনে সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের বাসভবনে এ সৃতিচারণ ও আলোচন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এরশাদের স্ত্রী বিদিশা এরশাদ।
সেকেন্দার আলী মনির সভাপতিত্বে এরশাদের উপর সৃতিচারণ ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এরশাদ ট্রাষ্টি বোর্ডের সভাপতি কাজী মোঃ মামুনুর রশীদ।
এরশাদের জীবন আদর্শ ও তার দর্শন নিয়ে আলোচনা করেন বাংলাদেশ জাতীয় জোট (বিএনএর) মুখপাত্র বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক (বিএনডিপি)পার্টির চেয়ারম্যান জনাব শেখ মোস্তাফিজুর রহমান। সৃতিচারণ ও আলোচন সভায় আরো বক্তব্য রাখেন এ্যাড. জাহাঙ্গীর হোসেন, কে এম হাসান, রফিকুল ইসলাম, মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।
সভায় এরশাদের উপর সৃতিচারণ শেষে তার বিদেহী আত্মার মাগফিরাত ও দেশবাসীর প্রতি শান্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন বিদিশা এরশাদের ছেলে এরিক এরশাদ।
স্মৃতিচারন ও স্বরন সভা অনুষ্ঠানে ৫৮ জোট নেতৃবৃন্দ ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে বিদিশা এরশাদেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে অনুরোধ করলে মুহুমুহু কড়তালিতে তাকে স্বগত জানানো হয়। জোট নেতৃবৃন্দ তাকে বিজয়ী না করে ঘরে ফিরবেনা বলে প্রতিশ্রুতি দেন।
Comment here