
মোঃ মিজানুর রহমান || দিনাজপুর পৌরসভায় ২০২০-২০২১ অর্থবছরে ১৩০ কোটি ৩৫ লাখ ৩৭ হাজার টাকা বাজেট ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগষ্ট) বিকেলে দিনাজপুর পৌরসভার ফাতেহুল আলম দুলাল মিলনায়তনে মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম এই বাজেট ঘোষণা করেন।
বর্তমান পৌর পরিষদ ঘোষিত পঞ্চমবারের মত বাজেটে আয় ধরা হয়েছে ১২৯ কোটি ৯১ লাখ ৬৫ হাজার টাকা। আর ব্যয় ধরা হয়েছে ১৩০ কোটি ৩৫ লাখ ৩৭ হাজার টাকা। নতুন অর্থবছরে ৫৪ লাখ ১৫ হাজার টাকা উদ্বৃত্ত্ব রেখে বাজেট ঘোষণা করা হয়।
ঘোষিত বাজেটে উন্নয়ন খাতে ব্যয় বরাদ্দ করা হয়েছে ১১৪ কোটি ৪০ লাখ টাকা। মূলধনী হিসেবে ৪৫ লাখ টাকার ব্যয় ধরা হয়েছে।
এ সময় তিনি উন্নয়নের নানা ফিরিস্তি বর্ণনা করে ১৫০ বছরের ঐতিহ্যবাহী দিনাজপুর পৌরসভার নাগরিক সুবিধা বৃদ্ধির জন্য পৌরবাসীর সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে প্যানেল মেয়র আবু তৈয়ব আলী দুলাল, কাউন্সিলর আশরাফুল আলম রমজান, সানোয়ার হোসেন সরকার, আকবর হোসেন অরেঞ্জ, মোস্তফা কামাল মুক্তিবাবু, মহিলা কাউন্সিলর লাইজুসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ এবং সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
0Shares
Comment here