মামুনুর রশীদ কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া পৌর এলাকার পার্শ্ববর্তী ৪ নং জয়চন্ডী ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডে অবস্থিত, গাজীপুর হাফিজিয়া দাখিল মাদ্রাসা ও গুগালীচড়া নদীর তীরবর্তী একটি রাস্তার বেহাল দশা। এলাকার মানুষের যোগাযোগ দূর্গতি অবলোকন করার কেউ নেই। দীর্ঘ ৫ বছর ধরে রাস্তাটি অস্থিত্বহীন অবস্থায় পড়ে আছে।
জানা যায়, প্রতিদিন এ রাস্তা দিয়ে ৭ নং সদর ইউনিয়ন (আংশিক), ০৪ নং জয়চন্ডী ইউনিয়নের মানুষ, স্কুল-কলেজ, মাদরাসার ছাত্র-ছাত্রীসহ প্রায় দুই হাজার মানুষের যাতায়াত হয়। রাস্তার পাশে গুগালীনদী থাকায় বর্ষাকালে নদী থেকে উপচে পড়া পানি রাস্তায় জমে যাতায়াতের অনুপযোগী হয়ে পড়ে। তখন এলাকার দিন মজুর মানুষগুলোসহ সর্ব সাধারণরা অসহায় হয়ে পড়েন।
এলাকাবাসী দুঃখ প্রকাশ করে বলেন, স্থানীয় প্রতিনিধিরা নির্বাচনকালীন সময়ে রাস্তাটি সংস্কারের প্রতিশ্রুতি দিলেও নির্বাচন শেষে আর তাঁদের খোঁজে পাওয়া যায় না।
এলাকার ভোক্তভোগী জনসাধারনের এ দাবী পূরণে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের মাননীয় সংসদ সদস্য সুলতান মুহাম্মদ মনসুর আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম ফরহাদ চৌধুরীর দৃষ্টি আকর্ষণ পূর্বক দ্রুত রাস্তাটি সংস্কার করে, যাতায়াত উপযোগী করে দেওয়ার অনুরুধ জানান তারা।
Comment here