আজিজুর রহমান আজিজ || অবরুদ্ধ গাজায় খাবার এবং ওষুধ ছাড়া বাকী সব ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ করল ইসরাইল।
রোববার (২৩ আগস্ট) ফিলিস্তিন কতৃপক্ষ তুর্কি গণমাধ্যম আলদোলু এজেন্সিকে এ তথ্য জানিয়েছে।
নাম প্রকাশে অনুইচ্চুক ফিলিস্তিন ওই কর্মকর্তা বলেন ইসরাইলি সিদ্বান্ত ইতিমধ্যে গাজায় ব্যবসায়ীদের জানিয়ে দেওয়া হয়েছে। তারা খাবার ও ওষুধ ছাড়া অন্য কোনও পূণ্য আমদানি করতে পারবেনা। এবিষয়ে গণমাধ্যমে প্রশ্নের কোনও জবাব দেয়নি ইসরাইল।
গেলো সপ্তাহে গাজায় জ্বালানি আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করে ইহুদীবাদী ইসরাইল।
গাজায় উপত্যকা থেকে আগুন বোমা (আগুন বেলুন) নিক্ষেপের প্রতিশোধে এমন সিদ্বান্ত বলে জানায় তেলআবিব।
২০০৭ সাল থেকে গাজা অবরোধ আরোপ করে রেখেছে ইসরাইল, দীর্ঘ ১৪ বছর অবরুদ্ধ জীবন কাটাচ্ছে ২০ লাখ ফিলিস্তিন। তারা খবার ও বিশুদ্ধি পানির চরম কস্টে ভুগছেন । গাজাকে উন্মুক্ত কারাগার আখ্যা দিয়েছে জাতিসংঘ, কিন্তু তাদের উদ্বোরে এখনো কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। ইসরায়েলের আধিপত্যবাদের বিরুদ্ধে অনেকটাই নিঃশ্চুপ বিশ্ববাসী।
Comment here