এস এম হোসেন রানা, ইসলামপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে যমুনার বামতীর সংরক্ষণ প্রকল্পের ধ্বস দেখা গেছে গতকাল শনিবার (২২শে আগস্ট) গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ায় টনক নড়ে কর্তৃপক্ষের।
পরবর্তিতে পার্থশী ইউনিয়নে সংরক্ষণ প্রকল্পের মুরাদাবাদ পাইলিং এর নিচের অংশ থেকে সিসি ব্লক সরে গিয়ে প্রায় ৫৯ মিটার ধ্বসে যাওয়ায় বাঁধটি রক্ষার্থে আজ রবিবার(২৩ আগস্ট) জরুরী ভিত্তিতে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এর হস্তক্ষেপে বাঁধের মেরামত কাজের উদ্বোধন করা হয়।
ঐ বাঁধের প্রায় ৫৯ মিটার ধ্বসে যাওয়ায়, ৪ হাজার ৮ শত ২৫০ কেজি বালি ভর্তি জিওব্যাগ প্রাথমিক পর্যায়ে ডাম্পিং করা হবে বলে উপবিভাগীয় প্রকৌশলী তৈমুর রহমান জানান।
এসময় সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল বলেন-ভাঙ্গন কবলিত অংশে জরুরী মেরামতের জন্য আমাদের আন্তরিক প্রচেষ্ঠা রয়েছে।এব্যাপারে জন সাধারণকে কোন প্রকার হতাশা গ্রস্থ না হওয়ার আহবান জানান তিনি।
উক্ত মেরামত কাজের উদ্বোধনের সময় আরও উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: জামান আব্দুন নাসের বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, পাথর্শী ইউপি চেয়ারম্যান ইফতেখার আলম বাবুল প্রমুখ।
Comment here