আজিজুর রহমান আজিজ || সংযুক্ত আরব আমিরাতে হঠাৎ করে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়াতে দেশটির কিছু কিছু এলাকায় আবারও জীবাণুনাশ স্প্রে কর্মসূচি আসতে পারে। গত কাল বৃহস্পতিবার(২০ আগস্ট) জাতীয় সংকট ও জরুরি ব্যবস্থাপনা কতৃপক্ষের মুখপাত্র ডাঃ সাইফ আল ধাহেরি বলেছেন করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় কিছু অঞ্চলে জাতীয় জীবাণুনাশক স্প্রে কর্মসূচি আসতে পারে। তিনি বলেন সংযুক্ত আরব আমিরাতে গত দুসপ্তাহে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে যা খুবই উউদ্বেগজনক। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে গত চারদিনে দুইগুণ বৃদ্ধি পেয়েছে। চার দিন আগে যেখানে ২৪ ঘন্টায় ২১০ জন আক্লান্ত হওয়ার খবর পাওয়া গেছে এখন সেখানে বৃহস্পতিবার (১ দিনে) ৪৬১ জন আক্লান্ত হয়েছে। আমিরাতে ২৬ মার্চ থেকে ২৪ জুন পর্যন্ত জাতীয় জীবাণুনাশক স্প্রে কর্মসূচি ছিল, সংক্রমণ কমায় তা বাতিল করা হয়।
Comment here