শামছুল ইসলাম সোহাগ বড়লেখা প্রতিনিধিঃ মৌলভীবাজার জুড়ীতে ১০০ লিটার চোলাই মদ ও একটি সিএনজি অটোরিকশাসহ কামরুল ইসলাম (২৬) নামে একজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭ টায় উপজেলার ধামাই চা বাগানের ফাঁড়ি শিলঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।
আটককৃত কামরুল বড়লেখা উপজেলার গঙ্গারজল গ্রামের ফারুক উদ্দিনের পুত্র।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গোপন খবরের ভিত্তিতে জুড়ী থানার এসআই সুপ্রিয় নন্দী ও এসআই কামাল সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান চালান। এ সময় তাঁরা সন্দেহবশত একটি সিএনজি অটোরিকশা আটক করেন। পরে সিএনজি অটোরিকশা তল্লাশি করে ১০০ লিটার চোলাই মদ পাওয়া যায়। পরে সিএনজি অটোরিকশাসহ কামরুলকে আটক করে থানায় নিয়ে আসেন।
বিষয়টি নিশ্চিত করে জুড়ী থানার পুলিশ সূত্রে জানা যায়, এ বিষয়ে মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে।
Comment here