অনলাইন ডেস্ক || দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২ হাজার ৬১৭ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৫৫৭ জনে। এ সময়ে ১৩ হাজার ১৬২ জনের নমুনা পরীক্ষা করে ২ হাজার ৬১৭ জনের শরীরে ভাইরাসটির অস্তিত্ব পাওয়া গেছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২ লাখ ৬৯ হাজার ১১৫ জনে। আর নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ লাখ ১৫ হাজার ৯০১ জনের।
এদিকে ভাইরাসে আক্রান্ত আরও ১ হাজার ৭৮২ জন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন। যার মাধ্যমে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৮৭১ জন।
Comment here