আজিজুর রহমান আজিজ দুবাই থেকে | লেবাননের বৈরুতের ভয়াবহ বিস্ফোরণের ঘটনার একদিনের মাথায় সংযুক্ত আরব আমিরাতে ঘটেছে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা।
বুধবার (৫ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যায় আমিরাতের আজমান অঞ্চলের একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূচনা হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে একাধিক ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করছে। এখনো অবশ্য অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। পাওয়া যায়নি কোনো মৃত্যুর খবরও।
যদিও স্থানীয় হাসপাতালে আহতদের ব্যাপক ভীড় লক্ষ্য করা গেছে।
এক কর্মকর্তা জানিয়েছেন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে আজমানের নতুন শিল্প এলাকায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। যা দুবাই থেকে ৫০ কিলোমিটার দূরে। অগ্নিকাণ্ডের সূচনা হওয়ার সঙ্গে সঙ্গেই একাধিক ফায়ার সার্ভিসের ইউনিট সেখানে ছুটে যায় এবং আগুণ নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।
Comment here