এস এম দেলোয়ার হোসেন জামালপুর প্রতিনিধিঃ
আজ মঙ্গলবার সকালে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় চর আমখাওয়া ইউনিয়নের উত্তর মকিরচর গ্রামের ফুলচান মন্ডলের পালিত একটি মহিষের পেট থেকে দুই মাথাওয়ালা একটি বাচ্চা শাবকের জন্ম হয়েছে।
স্থানীয় সূত্রে জানা জায় মহিষের বাচ্চাটির ৪ পা, একটি লেজ, চারটি চোখ, দুটি মুখ, দুটি মাথা, চারটি কান নিয়ে জন্মে গ্রহন করেছে। স্থানীয় পল্লিচিকিৎসক ফজলে হুদা সুজন মুঠো ফোনে বিষয়টি জানান।জন্মের কিছুক্ষন পর বাচ্চাটি মারা যায়। বাচ্চাটি দেখার জন্য ফুলচান মন্ডলের বাড়ীতে শতশত লোকজন ভীড় জমাচ্ছে বলে জানাগেছে।
Comment here