অনলাইন ডেস্ক || কক্সবাজারের টেকনাফে চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ নিহতের ঘটনায় সব পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
রোববার (২ আগস্ট) বিকেলে এক আদেশে তাদেরকে প্রত্যাহার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। এ কারণে নিরপেক্ষ তদন্তের জন্য ওই চেকপোস্টে যেসব পুলিশ সদস্য দায়িত্বে ছিলেন তাদের সবাইকে সরিয়ে নেওয়া হয়েছে। সেই সঙ্গে পোস্টটিও তুলে ফেলতে বলা হয়েছে।
এর আগে দুপুরে ধানমন্ডির নিজ বাসভবনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেছিলেন, ‘এ ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। যেখানে স্থানীয় জেলা প্রশাসন, পুলিশ ও সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন। কমিটি নিরপেক্ষ তদন্ত করবে। প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। কেননা এ ঘটনায় যেই জড়িত থাকুক তাকে অবশ্যই আইনের মুখোমুখি হতে হবে।
Comment here