যশোর থেকে সাদ্দাম মির্জা || যশোর-বেনাপোল মহাসড়ের আমড়াখালি চেকপোস্ট থেকে ১০০ বোতল ফেনসিডিলসহ সুখজান বেগম (৪০) নামে একজন মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। সে শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার ভবারবের গ্রামের কবির এর স্ত্রী।
বেনাপোল বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার লালমিয়া জানান, বেনাপোল থেকে যশোরের উদ্দেশে ছেড়ে যাওয়া যাএীবাহি বাস তল্লাশি করে আজ (শুক্রবার) ভারতীয় ১০০ বোতল ফেনসিডিল সহ মোছাঃ সুখজান বেগম (৪০) কে আটক কর হয়। তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার এ এস আই রোকনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন আটককৃত মাদক ব্যবসায়ীকে যশোর আদালতে পাঠানো হবে।
Comment here