সৈয়দ সিরাজুল ইসলাম হাসানঃ পবিত্র ঈদুল আযহাকে কেন্দ্র করে সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন বিভিন্ন এলাকায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেফতার করেছে। এসময় পুলিশ ১৫পিস ইয়াবা ও জুয়া খেলার সামগ্রী উদ্ধার করে। বুধবার (২৯ জুলাই) সন্ধা সাড়ে ৭টায় সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার জ্যোর্তিময় সরকার (গণমাধ্যম) বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার (৩০ জুলাই) মাদক মামলাসহ পৃথক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে ।
পুলিশ জানায়, বুধবার (২৯ জুলাই) রাতে দক্ষিণ সুরমা থানার এসআই ফায়াজ উদ্দিনের নেতৃত্বে মোমিনখলাস্থ রেল লাইনের পার্শ্বে আমিন মিয়ার কলোনীতে বিশেষ অভিযান পরিচালনা করে জুয়ার আসর থেকে ৯জনকে গ্রেফতার করে। এসময় পুলিশ গ্রেফতারকৃতদের কাছ থেকে জুয়া খেলার সামগ্রী এবং নগদ ১ হাজার ৭০ টাকা জব্দ করে।
Comment here