যশোরের প্রতিনিধি | পুলিশ ও র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা আলাদা অভিযান চালিয়ে আধা কেজি গাঁজা ও শতাধিক পিস ইয়াবা উদ্ধার করেছে। এ সময় মাদক বহনের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে। এরা হচ্ছে, যশোর সদর উপজেলার নিউ শানতলা গ্রামের নুর ইসলামের ছেলে বকুল হোসেন,সদর উপজেলার রঘুরামপুর গ্রামের নওয়াব আলীর ছেলে আবু সাঈদ সরদার ও খুলনা কেএমপি এলাকার খালিশপুর উপজেলার কাশিপুর মেঘনা অয়েল গেট (শহিদ কমিশনারের বাড়ির ভাড়াটিয়া) মৃত এনায়েত আলীর ছেলে শাওন। সাজিয়ালী পুলিশ ক্যাম্পের এএসআই শফিকুল ইসলাম জানান,রোববার ২৬ জুলাই রাত সোয়া ১০ টায় গোপন সূত্রে খবর পান যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পশ্চিম পাশের এক মাদক বিক্রেতা মাদক বেচাকেনা করছে। উক্ত সংবাদের ভিত্তিতে সেখানে পৌছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা শাওন দৌড়ে পালানোর চেষ্টা করে। পুলিশ তাকে গ্রেফতার করে। পরে তার দখল হতে ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে। অপরদিকে, উক্ত পুলিশ ক্যাম্পের সদস্যরা একই দিবাগত গভীর রাত ১২ টার পর নিউ শানতলা জনৈক আজিজুর রহমানের চায়ের দোকানের সামনে থেকে বকুল হোসেনকে সাড়ে ৩শ’ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। এছাড়া,র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা রোববার ২৬ জুলাই রাত ১০ টায় সদর উপজেলার রঘুরামপুর পূর্ব পাড়া গ্রামের মোনতাজ গাজীর চা পানের দোকানের সামনে থেকে আবু সাঈদ সরদারকে গ্রেফতার করে। পরে তার দখল হতে ১০২পিস ইয়াবা উদ্ধার করে। মাদক উদ্ধারের ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
যশোরে পুলিশ ও র্যাবের হাতে গাঁজা ও ১০২ পিস ইয়াবা সহ আটক-৩
জুলাই ২৭, ২০২০017740

Related Articles
যশোর সদর উপজেলা উপনির্বাচনে নৌকা পেলেন নুরজাহান, মিন্টুর অভিনন্দন
সেপ্টেম্বর ২১, ২০২০018611
বাউফলে বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত
ডিসেম্বর ৭, ২০২০018967
গুলশানে স্পা সেন্টারে অভিযান, নারীসহ গ্রেপ্তার ২৮
সেপ্টেম্বর ২১, ২০২০038747
Comment here