যশোর থেকে সাদ্দাম মির্জা | গতকাল সোমবার সন্ধ্যায় ঝিনাইদহের মহেশপুরে ১৬৮ বোতল ফেন্সিডিল ও মোটরসাইকেল সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহেশপুর থানা পুলিশ।
থানা সত্রে প্রকাশ, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে উপজেলার ধান্যহাড়িয়া গ্রামের একটি মেহগুনি বাগানের ভিতর থেকে বড়বাড়ী গ্রামের মনু মিয়ার ছেলে ইসরাফিল(২৩) ও যশোর জেলার কতোয়ালী থানার জগহাটি গ্রামের আনিচুর রহমানের ছেলে সিদ্দিক (রিপন)(৩২)কে ১০৮ বোতল ফেন্সিডিল ও একটি বাজাজ মোটরসাইকেল সহ আটক করে।
অন্যদিকে উপজেলার জাগুসা গ্রামের পাকা রাস্তার উপর থেকে ৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এ সময় ফেন্সিডিল ফেলে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। এবিষয়ে মহেশপুর থানার অফিসার ইনচার্জ মোর্শেদ হোসেন খাঁন জানান, পৃথক পৃথক অভিযানে ১৬৮ বোতল ফেন্সিডিল ও মোটরসাইকেল সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
এ ব্যাপারে তাদের বিরুদ্ধে মাদক আইনে পৃথক পৃথক মামলা হয়েছে।
আজ (২১ জুলাই) মঙ্গলবার সকালে আসামীদেরকে জেল-হাজতে পাঠানো হয়েছে।
Comment here