যশোর থেকে সাদ্দাম মির্জা | যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মী শাহানাজ বেগম (৫০) রবিবার সকালে নিজ বাড়িতে শয়নকক্ষে ফ্যানের সাথে গলায় ওড়না পেছিয়ে আত্মহত্যা করেছে। সে বেনাপোল পোর্ট থানার দুর্গাপুর গ্রামের নজরুল ইসলাম এর স্ত্রী। তিনি দীর্ঘদিন চেকপোস্ট আন্তর্জাতিক ইমিগ্রেশনে কর্মরত ছিলেন।
জানা গেছে, কিছুদিন আগে কোভিড-১৯ পজেটিভ হয়েছিলেন এবং পরবর্তীতে সুস্থ হয়ে গিয়েছিলেন।স্থানীরা ও তার বাড়ির ভাড়াটিয়ার নিকট হতে জানা যায় যে তিনি বিভিন্ন লোকের কাছে অনেক টাকার দেনা ছিলেন।পাওনাদারেরা টাকার জন্য বার বার তাকে চাপ দেয়ায় এবং দেনা পরিশোধ করতে না পারায় মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। সে কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।
এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার এএসআই আলমগীর হোসেন জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
Comment here