এস এম আবুল হাসান নিজস্ব প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় ননএমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের মাঝে সরকারি অনুদানের চাল বিতরণ করলেন কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার।
এসময়ে উপস্থিত ছিলেন কলাপাড়া ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আল আমিনসহ উপজেলা নেতৃবৃন্দ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, (১২ জুলাই) রবিবার সকাল থেকে শুরু করে বিকেল ৪ টা পর্যন্ত এলাকার ননএমপিও ভুক্ত শিক্ষক, কর্মচারী ও অসহায় দুস্থদের মাঝে কলাপাড়া পৌর মেয়রের নেতৃত্বে কাউন্সিলর আল আমিন উপস্থিত থেকে সকলের মাঝে চাল বিতরণ করছেন। প্রায় ৪০ টিরও অধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকের মাঝে এ চাল বিতরণ করা হয়।
মহামারী নভেল করোনা ভাইরাসের এই দুর্যোগের সময় অনেকেই করোনা আক্রান্তের ভয়ে নিজ বাড়ি থেকে বের হচ্ছেন না, কিন্তু কলাপাড়ার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর আল আমিন এলাকার মানুষের দুঃক্ষ দুরবস্থা দেখে তাদেরকে সরকারি ত্রানসহ ব্যাক্তি উদ্যোগে নানাবিধ সুযোগ সুবিধা দিয়ে সহযোগিতা করে যাচ্ছেন।
এবিষয়ে কাউন্সিলর আল আমিন জানান, আমার এ ধারা অব্যাহত থাকবে। এলাকার গরিব, দুস্থ অসহায় মানুষদের মুখে হাসি ফোটাতে আমি সাদ্যমত চেষ্টা করে যাচ্ছি , ভবিষ্যতেও করে যাবো। তিনি বলেন সরকারি ত্রাণ বড় লোকের জন্য বরাদ্দ নয় এটা গরীবের জন্য হয়েছে, তাই এটা গরীবের অগ্রাধিকার।
0Shares
Comment here