
খুলনা থেকে এস এম মমিনুর রহমান।। গত ২৩মে বৃহস্পতিবার রাতে র্যাব-(৬)স্পেশাল কোম্পানি এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে একটি প্রাইভেটকারে ৩ জন ব্যক্তি কুমিল্লা থেকে খুলনার উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্য গাঁজা নিয়ে আসতেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহনের উদ্দেশ্যে একই তারিখ অফিসার ও ফোর্সের সহায়তায় গোপালগঞ্জ জেলার সদর থানাধীন চরগোবড়া সাকিনস্থ আবুল খায়ের (মোল্লাহাট) সেতুর পূর্ব পাশে টোল প্লাজায় চেকপোস্ট স্থাপন করেন।আভিযানিক দলটি চেকপোস্ট করাকালীন একটি লাল রংয়ের প্রাইভেট কার চেকপোষ্ট অতিক্রম করাকালে কর্তব্যরত র্যাব সদস্যরা প্রাইভেট কারটি থামানোর জন্য সংকেত দিলে প্রাইভেট কারটি রাস্তার পাশে দাঁড় করানো মাত্রই প্রাইভেট কারে অবস্থানরত ব্যক্তিরা র্যাবের উপস্থিতি টের পেয়ে প্রাইভেট কারটির দরজা খুলে পালানোর চেষ্টা করলে সঙ্গীয় ফোর্সের সহাতায় আটক করা হয়।আটক কৃতরা হলেন (১)হ্যাপি বেগম (৫০) স্বামী-মোঃ আবুল হোসেন, সাং-৪ নং ঘাট, রেলওয়ে ঘাট কলোনি ২১ নং ওয়ার্ড, খুলনা।(২) মোঃ রিংকু (৩৮) পিতা-মৃত আইয়ুব আলী সাং-৪ নং ঘাট, রেলওয়ে ঘাট কলোনী, ২১ নং ওয়ার্ড, থানা-খুলনা। জেলা-কেএমপি খুলনা।(৩) মোঃ টুলু (৩৭) পিতা-মোঃ আব্দুল বারেক শেখ, মাতা-মৃত খাইরুন নেসা, সাং-৪ নং ঘাট, রেলওয়ে ঘাট কলোনী, ২১ নং ওয়ার্ড, থানা-খুলনা।এ সময় গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে ২২ কেজি গাঁজা, ১ টি প্রাইভেট কার, ২ টি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।