
শাওন, মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।শনিবার (১৪ জুন) বেলা ৪ টার দিকে সদর উপজেলার নতুন বাইচাইল গ্রামের সহিদুলের চৌ-চালা টিনের ঘরের পিছনে বাঁশ ঝাড়ের নীচে ফাঁকা জায়গা হইতে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।মাদক ব্যবসায়ী হলেন, সদর উপজেলার নতুন বাইচাইল গ্রামের মো. রহম আলীর ছেলে মো. স্বপন মিয়া (২০)।ডিবি ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।এ সময় তাকে তল্লাশি করে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটের বাজারমূল্য ৬ হাজার টাকা।ডিবির ওসি আরো জানান, আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় একটি মামলা রুজু করা হয়েছে। আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।