1. admin@dainikdigantor.com : admin :
শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ১২:১৫ অপরাহ্ন

হোটেলে দুই পুরুষের সঙ্গে আপত্তিকর অবস্থায় স্ত্রী, অতঃপর…

  • প্রকাশের সময় : শনিবার, ১১ মে, ২০২৪

 

আন্তর্জাতিক ডেস্ক।।স্ত্রীর কার্যকলাপে সন্দেহজনক মনে হওয়ায় গত বৃহস্পতিবার রাতে একটি হোটেলের রুমে হানা দেন স্বামী। পরে সেখানে দুই পুরুষের সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরে ফেলেন স্ত্রীকে।এ অবস্থায় দেখে লজ্জায়, অপমানে নিজেকে ঠিক রাখতে পারেননি স্বামী। এক পর্যায়ে ওই দুই যুবকের সঙ্গে তার মারামারি বেঁধে যায়। এ সময় হোটেলের কর্মী ও পরিবারের সদস্যরা এসে তাদের আলাদা করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।

চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের কাসগঞ্জের একটি হোটেলে। স্থানীয় গণমাধ্যম বলছে, ওই স্বামী-স্ত্রী দুজনই পেশায় চিকিৎসক।
পরিবার সূত্রের খবর, স্ত্রীর পরকীয়ার প্রবণতার জেরে দম্পতির মধ্যে অশান্তি লেগেই থাকতো। প্রায় এক বছর ধরে তারা আলাদা থাকছিলেন। তবে বিবাহবিচ্ছেদ হয়নি। গোপনে খবর পেয়ে বৃহস্পতিবার দুই আত্মীয়কে নিয়ে হোটেলে পৌঁছান ওই নারীর স্বামী।
প্রাথমিকভাবে হোটেল কর্তৃপক্ষের পক্ষ থেকে তাদের ঘরে ঢোকার অনুমতি দেওয়া হয়নি। এরপর জোর করে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন তারা। সেখানেই স্ত্রীকে দুই পুরুষের সঙ্গে হাতেনাতে ধরেন স্বামী।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত ওই দম্পতি সরকারি হাসপাতালের ডাক্তার। চিকিৎসক স্বামীর অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই নারীকে আটক করে। এর পাশাপাশি দুই যুবককেও আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে একজন গাজিয়াবাদ ও অন্যজন বুলন্দশহরের বাসিন্দা। তবে ওই নারী তার স্বামীর বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করেননি।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park