
ওয়াহিদ মুরাদ।।আজ ১০ মে শুক্রবার সকাল সাড়ে ১০ ঘটিকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোঃ মোস্তাফিজুর রহমান,এর খুলনা সর্কিট হাউজে আগমন উপলক্ষে কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, সৌজন্য সাক্ষাৎ করেন। সৌজন্য সাক্ষাৎকালে কেএমপি কমিশনার জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মহোদয়কে ফুলেল শুভেচ্ছা এবং উষ্ণ অভ্যর্থনা জ্ঞাপন করেন। এ সময় খুলনা মেট্রোপলিটন পুলিশের একটি সুসজ্জিত দল সিনিয়র সচিব মহোদয়কে হাউজ গার্ড সালামী প্রদান করেন।ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জ্ঞাপন কালে কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল) মোছাঃ তাসলিমা খাতুন- সহ খুলনাস্থ বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।