
মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জে স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে পাঁচ যুবককে আটক করেছে শিবালয় থানা পুলিশ।সোমবার (১৫ সেপ্টেম্বর ) দুপুরে আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়ছে। রবিবার বিকালে শিবালয় উপজেলার ষাইট ঘর তেওতা বটতলা মোড়ে এ ঘটনা ঘটে।আটককৃতরা হলেন,ইমরান শেখ (২৩), আশিক খাঁ (২৪), শিপন খাঁ (২৪), ইয়াছিন শেখ (২২), ফরিদ শেখ (২০)।মামলা ও পুলিশ সূত্রে জানাযায়, অভিযুক্তরা স্কুলছাত্রীকে প্রায়ই উত্যক্ত করতো । রবিবার বিকেলে স্কুলছাত্রী ও তার বান্ধবীকে নিয়ে বাড়ি ফিরছিল। হঠাৎ অভিযুক্তরা তাদের পথ রোধ করেন। অভিযুক্ত মো. ইমরান শেখ স্কুলছাত্রীর ওড়না ও হাত ধরিয়া টানাটানি করে মাটিতে ফেলিয়া যৌন হয়রানি করে এবং কু-প্রস্তাব দেন উক্ত প্রস্তাবে রাজি না হওয়ায় বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদান করে। তখন তারা ডাক চিৎকার করতে থাকলে স্থানীয় লোকজন আগাইয়া এসে অভিযুক্তদের আটক করে। পরে স্থানীয় জনগণ শিবালয় থানায় সংবাদ প্রদান করিলে পুলিশের একটি টিম অভিযুক্তদের আটক করে। এ ঘটনায় ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবার শিবালয় থানায় একটি মামলা দায়ের করেন।শিবালয় থানার ওসি তদন্ত মানবেন্দ্র বালো জানান, ইভটিজিংয়ের দায়ে পাঁচ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।