
শাওন,মানিকগঞ্জ প্রতিনিধি।।সামাজিক, শিক্ষা, সংস্কৃতি, ইতিহাস ও মানবিক দৃষ্টিভঙ্গি স্থাপনের লক্ষ্যে মানিকগঞ্জের শিবালয়ে সদকায়ে জারিয়া ভিত্তিক অলাভজনক ধর্মীয় ও সামাজিক উন্নয়নমূলক সংগঠন “হাতেম আলী স্মৃতি ফাউন্ডেশন” আনুষ্ঠানিক যাত্রা করেছে।শুক্রবার দুপুরে উপজেলার উলাইল ইউনিয়নের নীলগ্রাম এলাকায় এই সংগঠনটির উদ্বোধন করেন জেলা বিএনপির আহবায়ক আফরোজা খানম রিতা। এ উপলক্ষ্যে বাদ জুম’আ নীলগ্রাম আদর্শ মার্কেটে এক বিশেষ দোয়া ও প্রীতি ভোজের আয়োজন করা হয়।এ সময় সহকারি পুলিশ সুপার (শিবালয় সার্কেল) সাদিয়া সাবরিন চৌধুরী, উলাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান, বিএনপি নেতা রুমেল খন্দকার ও সোহেল হোসেনসহ সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক খালিদ বিন আলী (সোহা) উপস্থিত ছিলেন।ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক খালিদ বিন আলী (সোহা) জানান, মরহুম মো. হাতেম আলী নৈতিক, মানবিক ও দায়িত্বশীল একজন মানুষ ছিলেন। তিনি আজীবন পরিবার ও গ্রামের মানুষের কল্যাণ চিন্তা করতেন। হাতেম আলী ছোটবেলায় এতিম হওয়া সত্ত্বেও জীবনকে সমৃদ্ধ করেছেন শিক্ষকতায়, ব্যবসায়, সমাজসেবায় ও নৈতিন আদর্শের মাধ্যমে। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা ও তার জীবনের আদর্শকে সমাজে বাস্তবায়নের উদ্দেশ্যে হাতেম আলী স্মৃতি ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছে। তিনি আমাদের গ্রামের জন্য যা করেছেন, তা আজীবন আমাদের সকলের মাঝে অনুপ্রেরণা হয়ে থাকবে।খালিদ বিন আলী বলেন, “এই ফাউন্ডেশন গ্রামের ধর্মীয়, সামাজিক, শিক্ষামূলক ও মানবিক উন্নয়নে কাজ করবে। এই ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য-ইসলামী আদর্শে“সাদকায়ে জারিয়া” ভিত্তিক উন্নয়নমূলক ও কল্যাণমূলক কাজ, সমাজভিত্তিক কাজ- মসজিদ, ঈদগাহ, কবরস্থানসহ সকল ধর্মীয় অবকাঠামো উন্নয়ন, সংস্কার ও রক্ষণাবেক্ষণ এবং শিশু-কিশোর ও শিক্ষার্থীদের মাঝে নৈতিক, উদ্ভাবনী শিক্ষণ পদ্ধতি, ইসলামী শিক্ষা, সংস্কৃতি ও ইসলামী মূল্যবোধ তৈরিতে কাজ করা।”তিনি আরো বলেন, “এই ফাউন্ডেশনের মাধ্যমে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে থাকার মনোভাব ও সামাজিক সচেতনতা বৃদ্ধিসহ ইসলামি সাংস্কৃতি, ক্রীড়া ও সামাজিক সংস্কৃতির চর্চায় সামাজিক সচেতনতা ও অংশগ্রহণ নিশ্চিত করা হবে।